ক্যামেরায় ধরা দিয়েই ছুট্টে পালালেন আমির পুত্র জুনেদক্যামেরায় ধরা দিয়েই ছুট্টে পালালেন আমির খানের পুত্র জুনেদ. সম্প্রতি নতুন লুকে নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন জুনেদ। দীর্ঘদিন ধরে থিয়েটারে কাজ করেছেন জুনেদ। শোনা যাচ্ছে, এবার ওয়েব সিরিজে দেখা যাবে আমির পুত্রকে। একটি থ্রিলার ওয়েব সিরিজে জুনেদকে দেখা যাবে বলেই জানা যাচ্ছে। আসুন আপাতত দেখে নিন সেই ভিডিয়ো।