রূপম দা-র কণ্ঠে প্রতিবাদের গান ছাড়া 'বাঘাযতীন' ইনকমপ্লিট!
1093 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুন
লাইক করুন
কমেন্টস করুন
শেয়ার
বাংলার সুপারস্টার দেব অভিনীত বাঘাযতীন সিনেমা মুক্তি পেতে চলেছে ১৯ অক্টোবর। তার আগে জোরকদমে শুরু হয়ে গেল ছবির প্রমোশন। এই ছবির প্রথম গান মুক্তি পেল গতকাল। শহরের একটি জায়গায় এই গানের লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। রূপম ইসলাম এই গানটি গেয়েছে। সেই অনুষ্ঠানে অভিনেতা দেব জানালেন, 'এই দেশ আমার' গানটি প্রথম দিন থেকেই ঠিক ছিল রূপম ইসলামকে দিয়েই গাওয়ানো হবে (Bagha jatin Cinema Song Release)। রূপম দা-র কণ্ঠে প্রতিবাদের গান ভালো মানায় বলে জানালেন দেব। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিল ছবির বাকি কলকুশলীরাও। পাশাপাশি প্রচুর দর্শকেরাও উপস্থিত ছিল সেখানে। বিস্তারিত জানুন ভিডিয়োতে। Watch The Entertainment Video.