মুক্তি পেয়েছে মিতিন মাসির ট্রেলার। ছবির প্রচার নিয়ে এখন বেজায় ব্যস্ত কোয়েল মল্লিক। পুজোর শপিং-এর দায়িত্বটা মায়ের কাঁধেই চাপালেন কোয়েল। হাসতে হাসতে নিজেই জানালেন সেকথা। ২ অক্টোবর হয়ে গেল মিতিন মাসির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান (Koel Mallick for promotion of Jongole Mitin Mashi)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। দেখা গিয়েছে ছবির পরিচালক অরিন্দম শীলকেও। কোয়েল মল্লিক আর কী কী জানালে? আসুন জেনে নেওয়া যাক। বিনোদন সংক্রান্ত যাবতীয় ভিডিয়ো সবার আগে জানতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.
entertainment|Produced byপৌলমী নাথ|TimesXP EisamayUpdated: 3 Oct 2023, 11:37 am