'অল্প করে শ্যুটিং, পাগলের মতো মজা' বগলা মামা যুগ যুগ জিও
1068 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুন২৪ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এসভিএফ প্রযোজিত সিনেমা বগলা মামা যুগ যুগ জিও। এই সিনেমাটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে এখানে বগলা মামার চরিত্রে দেখা যাবে। এছাড়া এই সিনেমায় কৌশিক সেন, রজতাভ দত্ত, ঋদ্ধি সেন ও দিতিপ্রিয়া রায় সহ আরো একঝাঁক তারকাকে অভিনয় করতে দেখা যাবে। কমেডি এই সিনেমার ট্রেলার ইতিমধ্যেই সামনে এসেছে এবং দর্শকদের পছন্দ হয়েছে IBogla Mama Jug Jug Jiyo)। এই সিনেমার কার্যত গোটা কাস্ট নিয়ে হাজির আমরা এই সময় ডিজিটাল আপনাদের জন্য। সিনেমার শুটিং থেকে মজার ঘটনা নিয়ে জমজমাট আড্ডার এই ভিডিয়ো দেখে ফেলুন চটজলদি। বিনোদন দুনিয়ার সমস্ত খবর, বাংলা সিরিয়াল কিংবা সিনেমা জগতের সব রকম খবরে প্রতিনিয়ত আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.