দশম অবতারের মেগা ধামাকা! সৃজিতের জন্মদিনেই ট্রেলার লঞ্চ
1311 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনসৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আসতে চলেছে দশম অবতার সিনেমা। দশম অবতার সিনেমাটি‘২২শে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দা’ সিনেমার গল্পকে অনুসরণ করে বানানো হয়েছে। ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি। ২৩ সেপ্টেম্বর সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবির ট্রেলার লঞ্চ এবং সৃজিতের জন্মদিন উপলক্ষে হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান (Srijit Mukherji Birthday Celebration)। যেখানে ছবিতে অভিনয় করা অভিনেতাদের পাশাপাশি দেব, কৌশিক সেন সহ আরও অনেককে দেখা গেল। মিথিলাকে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিত, এছাড়াও ছবির কলাকুশলীরা। দুর্গাপুজোয় এই সিনেমাটি বক্স অফিসে ভাল আয় করতে পারে বলেই মত সিনেমাপ্রেমীদের। Watch The Entertainment Video.