'আমার বিশ্বাস পালান মৃণালদার ভালো লাগত না'
1121 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুন১৯৮২ সালে মৃণাল সেনের খারিজ শিড়দাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দিয়েছিল। মুখ, মুখোশ সবটাই যেন কেমন ঝাপসা হয়ে গিয়েছিল। তার ৪১ বছর পর আজ মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের পালান... বেঁচে থাকলে রমাপদ চৌধুরীর পালান-এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া মৃণাল সেন কী বলতেন? মৃণাল সেনের ভালো লাগত কি না... তা আর জানার উপায় নেই। তবে যতদিন বাঙালি ভাবতে পারবে... ভাবাটা বাঙালির প্র্যাক্টিসে থাকবে (Palan Movie Director Kaushik Ganguly Exclusive)। মৃণাল সেন বার বার তাকে ভাবাবেন... পালান ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলেন, ‘আমার বিশ্বাস পালান মৃণালদার ভালো লাগত না’। বিস্তারিত আড্ডার ভিডিয়ো রইলো আপনাদের জন্য। Watch The Entertainment Video.