গেরুয়া শাড়িতে মোহময়ী ক্যাটরিনা!
1129 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনমুম্বইয়ের একটি আর্ট ইভেন্টে দেখা গেল ক্যাটরিনা কইফকে। গেরুয়া শাড়িয়ে কার্যত ঝড় তুললেন ক্য়াট। বলিউডের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ক্যাটরিনা। সদ্যই মুক্তি পেয়েছে ক্য়াটরিনা এবং সলমান অভিনীত ছবি টাইগার ৩ (Katrina Kaif News)। ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে টাইগার ৩ সিনেমা। ৪ দিনেই মোটা টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। পাশাপাশি সামনের বছরের শুরুতেই বিজয় সেতুপতির সাথে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। এরই মাঝে আর্ট ইভেন্টে নজর কাড়লেন ক্য়াট। মুখে সব সময়েই লেগেছিল মিষ্টি হাসি। মিষ্টি হাসিতে সবার মন কাড়লেন অভিনেত্রী। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। বিনোদন দুনিয়ার যাবতীয় বীইডিয়ও সবার আগে পেতে আপনাদের নজর সর্বদা থাকুক এই সময় ডিজিটালে। Watch the entertainment video.