জিতের কাছে সিনেমার মূলমন্ত্র কী? মানুষ নিয়ে আড্ডায় অভিনেতা!
1155 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুন২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে জিৎ অভিনীত মুভি মানুষ। এই সিনেমাতে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে আর তার সাথে আবেগপ্রবন গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। এই সিনেমাতে আরও একবার জিতের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে জিতু কামালকে যার ট্রেলার লুক সবাইকে চমকে দিয়েছে (Manush Cinema Jeet Exclusive)। জিৎ বনাম জিতুর টক্কর দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। এই সিনেমার ট্রেলার ইতিমধ্যেই সামনে এসেছে এবং বেশ কয়েকটি গানও মুক্তি পেয়েছে সমাজ মাধ্যমে যা দর্শকের ভালোবাসা পেয়েছে। দীর্ঘদিন পরে বাবার চরিত্রে জিৎ, জানালেন অভিনেতা নিজেই। ছবিতে থাকছে আরও নানা টুইস্ট। শুটিং থেকে শুরু করে সিনেমার বিভিন্ন চরিত্র নিয়ে নানান কথা শেয়ার করলেন জিৎ আমদের সাথে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। Watch The Bengali Video.