ডিভোর্স! কভি নেহি, পর্ণা-সৃজনের মধুর মিলন
1081 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনবাংলা জনপ্রিয় টিভি সিরিয়াল ( TV Serial) নিম ফুলের মধু (Neem Phooler Madhu) ধারাবাহিকের মেগা পর্ব। মেগা পর্বে (Mega Episode) থাকছে বড় চমক। ফের কাছাকাছি আসতে চলেছে পর্ণা-সৃজন । ডিভোর্স আটকে ফের সাত পাকে বাঁধা পড়তে চলেছে দু'জনে। চলুন দেখেনি মেগা পর্বের (Mega Episode) শ্যুটিংয়ের নানা মুহূর্ত। ক্যামেরার পিছনে ঠিক কী হচ্ছে চলুন ঘুরে আসি নিম ফুলের মধুর (Neem Phooler Madhu) শ্যুটিং ফ্লোর থেকে। পর্ণা-সৃজনের সম্পর্ক টিকিয়ে রাখতে কী করেলেন ঠাম্মি, চলুন শুনেনি তাঁর মুখ থেকেই। দেখুন সেই ভিডিয়ো। বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড থাকতে আপনাদের চোখ রাখতে হবে এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.