নাতি-নাতনিকে কোলে নিয়ে ধনকুবের আম্বানি দম্পতি
1304 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুন১৮ নভেম্বর ছিল ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের সন্তানদের জন্মদিন ছিল। ইশা-আনন্দের যমজ সন্তানের জন্মদিনে ছিল এলাহি আয়োজন। ১ বছরে পা দিল ইশা-আনন্দের যমজ সন্তান। এই পার্টিতে বলিপাড়ার শাহরুখ খান থেকে আরও বড় বড় তারকারা উপস্থিত ছিলেন (Isha Ambani Twins Birthday)। জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন নিতা এবং মুকেশ আম্বানি। নাতি-নাতনিকে কোলে নিয়ে ক্যামেরায় ধরা দিলেন আম্বানি দম্পতি (Mukesh Ambani News)। এই পোজ দেওয়ার ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। রাজনীতি থেকে খেলা এবং বিনোদন দুনিয়ার যাবতীয় ভিডিয়ো, এছাড়া রাজ্যের সব জেলার সমস্ত ভিডিয়ো সবার আগে দেখতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The entertainment video.