নানা পটেকরের থাপ্পড় কাণ্ড, কী বলছেন প্রহৃত যুবক?
1103 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনশ্যুটিং করতে বারাণসীতে গিয়েছিলেন অভিনেতা নানা পটেকর। সেখানে গিয়েই মেজাজ হারিয়ে ফেলেন বলি অভিনেতা বলে জানা যায়। এক যুবক সেলফি তুলতে চাইলে তাঁকে সপাটে থাপ্পড় মারেন নানা, আর সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। এই ঘটনায় রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। যুবকের দাবি, তিনি গঙ্গা স্নানে গিয়ে নানা পটেকরকে দেখতে পান। বলি অভিনেতাকে দেখে তাঁর সঙ্গে ছবি তুলতে চান যুবক (Nana Patekar News)। যুবক ছবি তুলতে গেলে তাঁকে মেরে সরিয়ে দেওয়া হয়। এরপরেই ভাইরাল হয়ে যায় ঘটনার মুহূর্তের ভিডিয়ো। এই ঘটনায় নানা পটেকরের অবশ্য দাবি, তিনি ভুল করেই এমনটা করেছেন। ছবির একটা দৃশ্য ছিল যেখানে এক যুবককে তিনি চড় মারবেন। আর সেই সিকোয়েন্স ভেবেই চড় মেরে বসেন তিনি। পরে তিনি অবশ্য় বুঝতে পারেন অন্য় ছেলেকে চড় মেরেছেন তিনি এবং যুবককে ডাকেনও। তবে ততক্ষণে যুবক সেখান থেকে চলে গিয়েছেন। এই ঘটনার পর অবশ্য নানা পটেকর ক্ষমাও চেয়েছেন যুবকের কাছে। জানুন আরও বিস্তারিত।