'২০ বছর Is Not A Joke! আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল' , কেন বললেন প্রসেনজিৎ?
1969 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুন১৯ অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে পুজোর অন্যতম ম্যাগনাম ওপাস ছবি দশম অবতার। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দীর্ঘ ১২ বছর পর ফের প্রত্যাবর্তন হচ্ছে লালবাজারের দুঁদে পুলিশ অফিসার প্রবীর রায়চৌধুরীর। ২২-এ শ্রাবণের পর ফের একবার এই চরিত্রে ফিরে যাওয়াটা কত বড় চ্যালেঞ্জ ছিল স্বয়ং Prosenjit Chatterjee-র কাছে? গত ১৩ বছর ধরে সৃজিত মুখোপাধ্যায়কে তিল তিল করে গড়ে উঠতে দেখেছেন বুম্বাদা (Prosenjit Chatterjee Exclusive Interview)। তাঁর চোখে পরিচালক সৃজিতের উত্তোরণ ঘটল ঠিক কতটা? SVF প্রযোজিত দশম অবতার নিয়ে, অভিনয় জীবনে নিয়ে প্রাণ খোলা আড্ডায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ সাক্ষাৎকারের প্রথম পর্ব। এক ক্লিকে দেখে নিন স্বয়ং ইন্ডাস্ট্রি বুম্বাদার Exclusive Video Interview শুধুমাত্র এই সময় ডিজিটালে।