বক্স অফিসে টাইগারের থাবা! জানুন এই সিনেমার বক্স অফিস আয়
1104 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনবক্স অফিসে ঝড় তুলেছে সলমান খান অভিনীত সিনেমা টাইগার ৩। ১২ নভেম্বর দিওয়ালির দিনেই মুক্তি পেয়েছিল এই মুভি। ছবি ঘিরে সলমান ভক্তদের উন্মাদনা ছিল কার্যত চোখে পড়ার মতো। টাইগার ৩ মুক্তির আগেই অ্যাডভান্স টিকিট বুকিং শুরু হয়েছিল আর ছবি মুক্তির আগেই নাকি রেকর্ড কোটি টাকার টিকিট বুকিং হয়ে গিয়েছিল। ৪ দিনে কত টাকার ব্যবসা করল এই ছবি? ৪ দিনে টাইগার ৩ ভারত থেকে ব্যবসা করেছে ১৬৯.৭৫ কোটি টাকার। প্রথম দিনে শুধু হিন্দিতেই ৪৩ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অন্য ভাষাতে আরও ১.৫০ কোটি টাকার ব্যবসা করেছে টাইগার ৩। প্রথম দিনে ছবি থেকে মোট আয় ৪৪.৫০ কোটি। দ্বিতীয় দিনে ছবি থেকে মোট আয় ৫৯.২৫ কোটি। তৃতীয় দিনে ছবি থেকে মোট আয় ৪৪.৭৫ কোটি। চতুর্থ দিনে ছবি থেকে মোট আয় হয় ২১.২৫ কোটি। যশরাজ ফিল্মস্ ‘স্পাই ইউনিভার্স’-এর এই ছবি সলমান ভক্তদের জন্য় দীপাবলির বড় উপহার ছিল। আর এখন চারদিনে রীতিমতো বক্স অফিস কাঁপাচ্ছে ভাইজানের টাইগার ৩।