Antarmahal Hoichoi: ইশা সাহা -সৌরভ দাসের অন্তরমহলে লুকিয়ে কোন গল্প?
1196 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুন'অন্তরমহল' সিরিজ এমন এক যুগলের গল্প তুলে ধরেছে, যাদের দীর্ঘদিন প্রেমের পরে, সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। তাঁদের মধ্যে মিল থাকলেও, কেবল সমস্যা সন্তান নিয়ে। বিয়ের পরে রীতি (ishaa saha character in Antarmahal) চান, তাঁদের মধ্যে একটি সন্তান আসুক, তবে চিকিৎকের কাছে যেতে চায় না ইন্দ্র। চিরকালীন সমাজের মনে যে ধারণা রয়ে গিয়েছে যে সন্তান না হওয়ার দায়ভার একমাত্র মেয়েদের, সেই ভাবনাকেই তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। সময়ের সঙ্গে সঙ্গে সমাজ এগিয়ে গেলেও যে তথাকথিত মানুষের মনের মধ্যে রয়ে গিয়েছে সেই ভাবনা, সেটাই তুলে ধরবে এই সিরিজ। সিরিজ নিয়ে ইশা বলছেন, 'নীল এই চরিত্রটাকে দারুণ সুন্দরভাবে লিখেছেন। রীতির চরিত্রটার মধ্যে একটা চ্যালেঞ্জ রয়েছে, সমাজের বিরুদ্ধে লড়ার চ্যালেঞ্জ। অভ্রজিতের সঙ্গে কাজ করতে করতে ওর সঙ্গে আমার খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে। ওর সঙ্গে ফোন করে আমার ভীষণ ভাল লেগেছে। সৌরভের সঙ্গে আমি অনেকগুলো কাজই করে ফেললাম। ফলে ইন্দ্র আর রীতির মধ্যে সমীকরণ তৈরি করতে আলাদা করে খাটতে হয়নি। আমরা জীবন দিয়ে এই কাজটা করেছি, আশা মানুষের ভাল লাগবে।'