বারাণসীর ঘাটে সানির গঙ্গা আরতি!
1064 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনবারাণসীর ঘাটে গঙ্গা আরতি করতে দেখা গেল সানি লিওনিকে। এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ছড়িয়ে পড়েছে সকল থেকে। পরনে গোলাপি রঙের সালোয়ার আর গলায় গলায় গাদা ফুলের মালা ছিল তাঁর। গঙ্গার ধারে দাঁড়িয়ে হাতজোড় করে দাঁড়িয়ে অভিনেত্রী গঙ্গা আরতির জন্য(Sunny Leone Viral Ganga Aarti)। সানি লিওনের সঙ্গেই দেখা গিয়েছে অভিনেতা অভিষেক সিংও। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘থার্ড পার্টি’ গানটি। যেখানে একসঙ্গে দেখা গিয়েছে সানি এবং অভিষেক সিংকে। জানা গিয়েছে, সেই গানেরই প্রমোশন করতে বারাণসীতে গিয়েছিলেন সানি। বারাণসীতে গঙ্গা আরতি দেখার অভিজ্ঞতার কথাও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সানি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন গঙ্গা আরতি তাঁর ঠিক কতটা ভালো লেগেছে। watch the entertainment video.