'আমি ছাড়া ক্রিকেট সবাই দেখে' বিশ্বকাপ নিয়ে কী বললেন সলমান?
1065 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনভক্তদের মাঝে সলমান খান। সলমান খানের সঙ্গেই দেখা গিয়েছে ক্য়াটরিনা এবং ইমরানকেও। ফ্যানদের জন্য টাইগার ৩-এর বিশেষ স্ক্রীনিং-এর ব্যবস্থা করা হয়েছিল এদিন। বিশ্বকাপের প্রভাব পড়েছে টাইগার ৩-এর বক্স অফিসে? জিজ্ঞেস করা হলে সলমান খান জানান, বিশ্বকাপের চললেও টাইগার ৩ বড় সাফল্য় পেয়েছে (Salman Khan Tiger 3 Special Screening)। দিওয়ালির দিন অভাবনীয় বক্স অফিস নম্বর এনেছে এই সিনেমা বলে জানান সলমান। বক্স অফিসে কতটা সাফল্য পেয়েছে এই ছবি, তাও জানালেন সলমান। বিশ্বকাপে টিম ইন্ডিয়া জিতবে, বললেন ভাইজান। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে রাজনীতি থেকে খেলা, বিনোদন সহ আরও নানা খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। watch the entertainment video.