'ভুল বুঝবেন না' ক্যাটের সঙ্গে কী করলেন সলমান?
1059 views
entertainment এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনদিওয়ালির দিন মুক্তি পেয়েছেটাইগার ৩সিনেমা। এই সিনেমা রিলিজের পরেই প্রত্যেকদিন ভাল বক্স অফিস আয় করে চলেছে। এই ছবি ইতিমধ্যেই সারা বিশ্বে ৩০০কোটিরও বেশি বক্স অফিস আয় করে ফেলেছে বলে জানা যাচ্ছে। এই ছবির সাফল্যের পর এবারে সলমান খান থেকে গোটা ইউনিট হাজির ছিল একটি অনুষ্ঠানে। একই মঞ্চে দেখা গেল সলমান খান এবং ইমরান হাসমিকে। একই মঞ্চে দেখা গিয়েছে ইমরান হাসমিকেও। ভক্তদের আবদার রাখতে নাচ করলেন ক্যাটরিনা ও সলমান খান দু'জনে। একসঙ্গে নেচে মঞ্চ মাতালেন সলমান-ক্যাট। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে রাজনীতি থেকে খেলা, বিনোদন সহ আরও নানা খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। watch the entertainment video.