ফের ঘুম ভেঙে চাঙ্গা হবে চন্দ্রযান ৩, কাউন্টডাউন শুরু
6305 views
news এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের ঘুম ভাঙে কী না সেই দিকে যেমন তাকিয়ে রয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। ঠিক তেমনই তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া। চাদেঁর মাটিতে যদি প্রজ্ঞান-বিক্রমের ঘুম ভাঙে তবে আরও এক নতুন ইতিহাস গড়বে ভারত। প্রজ্ঞান-বিক্রমের ঘুম ভাঙার সম্ভাবনা খুব কম থাকলেও আশা ছাড়ছেন না ইসরোর বিজ্ঞানীরা। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়ে যাওয়ার পরই তাই চাঁদের বুকে সমস্ত যন্ত্রের ক্রিয়াকলাপ বন্ধ করিয়ে বিক্রম এবং প্রজ্ঞানকে স্লিপ মোডে রেখে দেন ইসরোর বিজ্ঞানীরা। স্লিপ মোডের আগে ব্যাটারিগুলি ফুল চার্জ অবস্থায় ছিল (Chandrayaan 3 Mission Updates)। চার্জ থাকার কারণে চাঁদের প্রচন্ড ঠান্ডায় কিছুটা হলেও গরম রাখতে পারবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। আর যদি ভাগ্য দেবতা সহায় হন তবে আবারও পুনর্জন্ম হতে পারে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভারের। যদি চন্দ্রযান ৩ কোনওভাবে জেগে ওঠে তবে আরও ১৪ দিন অর্থাৎ ১ চন্দ্রদিন কাজ চালিয়ে যেতে পারবে বলেই জানা যাচ্ছে। Watch The Bengali Video.