হৃদরোগে আক্রান্ত হয়েছেন মা, তবু নিজের দায়িত্বে অবিচল!
1801 views
news এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুন
লাইক করুন
কমেন্টস করুন
শেয়ার
হৃদরোগে আক্রান্ত হয়েছেন মা, তবু নিজের দায়িত্বে অবিচল। জি-২০, নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইনস্পেক্টর সুরেশ কুমার। জি-২০ সম্মেলনে কর্তব্যরতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রসনমন্ত্রী জানতে পারেন যে সুরেশ কুমারের মা মারা যায় জি-২০ সম্মেলন চলাকালীন, কিন্তু তবুও জি-২০ সম্মেলনের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন অবিচলভাবে (G20 Summit 2023 Security)। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্য়ক্তিগত অনুভূতি ভাগ করে নেন সুরেশ! তারপরে প্রধানমন্ত্রী মোদী সেই কথা শুনে আবেগপ্রবন হয়ে পড়েন এবং সেই ইনস্পেক্টরকে কুর্নিশ জানান। আপনাদের জন্য রইলো সেই ভিডিয়ো। Watch The Bengali Video.