‘রান্নার গ্য়াসের দাম কমে হবে ৫০০ টাকা’!
1065 views
news এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনরাজস্থান বিধানসভা নির্বাচনের (Rajasthan Assembly Election) প্রচারে রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনি ঘোষণা করলেন ‘রান্নার গ্য়াসের দাম কমে হবে ৫০০ টাকা’! আর কী কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো। এদিকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য পুরষ্কার পেলেন গুজরাটের বিজেপি (BJP) নেতা পূর্ণেশ মোদী। এদিন দাদরা নগর হাভেলি এবং দমনে দলের ইনচার্জ করা হল তাঁকে। চলতি বছরে গোড়ার দিকে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সাংসদ পদ খোয়াতে হয়েছিল গুজরাটের নিম্ন আদালতে পূর্ণেশ মোদীর ফৌজদারি মামলার জন্য। বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড থাকতে আপনাদের চোখ রাখতে হবে এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.