আজ মুখোমুখি হয়েছে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া টিম। ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারতীয় টিম। টিম ইন্ডিয়ার মঙ্গল কামনায় দেশ জুড়ে একাধিক জায়গায় যজ্ঞ থেকে পুজো করা হয়েছে। তেমনি চিত্র দেখা গেল বাংলাতেও। ভারতীয় টিমের মঙ্গল কামনায় ‘কন্য়াশ্রী’র পুজো! কন্যাশ্রী প্রকল্পে পাওয়া টাকা দিয়ে পুজো করা হল। বাঁকুড়ার গোবিন্দপুর শিবমন্দিরে পুজো দেওয়া হয়। রাজখামার হাইস্কুলের পড়ুয়ারা মিলে এই পুজো করে। এমনই ঘটনা দেখা বাঁকুড়ায়। দেশ থেকে বিদেশের নানা খবরে রাজনীতি থেকে খেলা, বিনোদন দুনিয়ার বিভিন্ন খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর সর্বদা থাকুক এই সময় ডিজটালে। Watch the bengali video.
sports|Produced byসবুজেন্দ্র মুখোপাধ্যায়|Compiled by|TimesXP EisamayUpdated: 19 Nov 2023, 5:21 pm