‘শামির কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন’! এখন ‘মুস্কুরা দো’?
1390 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনবিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স করেছে মহম্মদ শামি। ৭ উইকেট নিয়ে তোলপাড় ফেলে দিয়েছে সে। কেউ কেউ তো এরপর সেমিফাইনাল ণা বলে শামিফাইনাল বলে দাবি করছে। এরপরই কী সুরবদল হাসিন জাহানের? ওয়াংখেড়েতে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে শামির দুরন্ত বোলিংয়ের পরেই কেন এই রিল পোস্ট করলেন হাসিন, উঠছে প্রশ্ন। আর ইনস্টগ্রামে রিল তৈরির জন্য় কেনই-বা বেছে নিলেন এমন ইঙ্গিতবাহী গানের কথা। তবে কি শামির উদ্দেশেই এই সমঝোতা-বার্তা হাসিনের। হাসিন জাহানের আরও একটি রিল সম্প্রতি চর্চায় এসেছে। সেখানেও সেই একই ধরনের ইঙ্গিতবাহী গানকেই বেছে নেওয়া হয়েছে— তেরে নাম সে মুঝকো দুনিয়াবালে জানেঙ্গে। বছরের গোড়ায়, ২৪ জানুয়ারি এইসময় ডিজিটালের স্টুডিয়োয় কী বলেছিলেন হাসিন জাহান, আসুন শুনে নেওয়া যাক। আদালতের কাছে এমন গুরুতর অভিযোগ! তারওপর প্রতিমাসে ১০ লাখের দাবি। এসব কিছু থেকে কি এবার সরে আসছেন হাসিন জাহান। উঠছে প্রশ্ন। যদিও হাসিনের পক্ষ থেকে এ নিয়ে সরাসরি কোনও জবাব মেলেনি। তবে শামির অভাবনীয় সাফল্য়ে মডেল অভিনেত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য— মাঠে যতটা ভালো, একজন স্বামী ও বাবা হিসেবেও যদি ততটাই ভালাে হতেন শামি।… মন্তব্য নিষ্প্রয়োজন।