৮৭-র বিশ্বকাপের টিকিট নিয়ে আসানসোল থেকে আমেদাবাদে
1169 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনবিশ্বকাপ ফাইনাল ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামের সামনে ক্রিকেট ভক্তদের ভিড়। ১৯৮৭ বিশ্বকাপের টিকিট স্টেডিয়ামের সামনে হাজির ক্রিকেটভক্ত। পশ্চিমঙ্গের আসানসোল থেকে আহমেদাবাদে গিয়েছেন তিনি। ১৯৮৭ বিশ্বকাপ যখন হয়েছিল তাঁর বয়স ছিল ১০ বছর (India vs Australia World Cup Final)। তিনি বলেন, 'আমার দাদা ক্রিকেটের একজন বড় ভক্ত'। টিকিট সংগ্রহের শখ এই ব্যাক্তির। কপিল দেবের বড় ভক্ত এই ব্যাক্তি। তিনি আরও জানান, 'ক্রিকেট ইতিহাসে সেরা ক্রিকেট টিম রয়েছে এবার'। বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফ্যান এই ব্যক্তি আর কী বললেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে রাজনীতি থেকে খেলা, বিনোদন দুনিয়ার নানান খবরে আপডেটেড ভিডিয়ো অপাণ্ডের নজর থাকুক এই সময় ডিজিটালে। watch the bengali video.