চড়ছে উন্মাদনার পারদ! নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে জনজোয়ার
1248 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনটিম ইন্ডিয়ার জার্সি পরে আর হাতে তেরঙ্গা নিয়ে কাতারে কাতারে লোক স্টেডিয়ামের বাইরে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা যাচ্ছে। আর কিছু সময়ের অপেক্ষা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফাইনাল। ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে কার্যত জনজোয়ার (India vs Australia Final 2023)। কেউ টিকিট নিয়ে এসেছে আবার কাউর বা টিকিক নেই তাঁরা স্টেডিয়াম চত্বরে এসেছে যদি কোনভাবে টিকিট মেলে সেই আশায় (ICC Cricket World Cup)। আজকের এই ঐতিহাসিক দিনে ক্রিকেট ফ্যানদের উন্মাদনা চোখে পড়ার মতন। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে রাজ্যের সমস্ত জেলার সব খবর থেকে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল থেকে যাবতীয় ভিডিয়ো সবার আগে দেখতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। watch the the sports video.