দেশ জুড়ে বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে। ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালের আঁচ কলকাতাতেও। ১২ বছর পর ফাইনালে টিম ইন্ডিয়া, আনন্দে মেতে গোটা দেশ। ২০০৩ এর বিশ্বকাপ ফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (ICC World Cup Final Fever)। সেইবারে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে (India vs Australia Final 2023)। কিন্তু এইবারে ভারতীয় টিম জিতবে বলে অনুমান করেছেন অনেকে। জোরকদমে প্র্যাকটিস করে খেলতে নামছে ভারতীয় টিম। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে রাজনীতি থেকে খেলা, বিনোদন সহ আরও নানা বিভিন্ন খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। watch the bengali video.
sports|Produced byপৌলমী নাথ|Compiled by|TimesXP EisamayUpdated: 19 Nov 2023, 4:50 pm