মহাযুদ্ধের প্রস্তুতি! বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ আহমেদাবাদে
1222 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনরাত পোহালেই রয়েছে বিশ্বাকাপের মহাযুদ্ধ।বিশ্বকাপ ফাইনালেমুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়েছে ফাইনাল। বিশ্বকাপ ফাইনাল ঘিরে সেজে উঠেছে গুজরাট। আহমেদাবাদ স্টেডিয়ামের সামনে রীতিমতো মেলে বসে গিয়েছে। শনিবার সকাল থেকেই স্টেডিয়ামের সামনে ভিড় চোখে পড়ার মতো (India vs Australia World Cup Final)। টিম ইন্ডিয়ার জার্সি থেকে শুরু করে বিক্রি হচ্ছে ভারতের পতাকা সহ আরও নানা জিনিস। অন্যদিকে, ফাইনাল দেখতে ইতিমধ্যেই বহু মানুষ আহমেদাবাদে আসতে শুরু করেছেন। আর সেই সঙ্গেই নাকি চড়চড়িয়ে বেড়েছে সেখানকার হোটেল থেকে বিমানের ভাড়া। সব মিলিয়ে উত্তেজনায় যেন ফুটছে গোটা দেশ। বিশ্বকাপ ফাইনাল শুরুর অপেক্ষায় এখন গোটা দেশ। ভারতের ঘরেই কি আসবে এবার বিশ্বকাপ সবার নজর সেই দিকেই।