বিশ্বকাপ ফাইনাল দেখতে আহমেদাবাদে উড়ে গেলেন কপিল-সচিন
1087 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনবিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ। বিশ্বকাপ ফাইনাল দেখতে মুম্বই থেকে আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন সচিন তেন্ডুলকর। মুম্বই থেকেআহমেদাবাদরওনা দিয়েছেন কপিল দেবও (former cricket captain)। আহমেদাবাদ যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে আমাদের লেন্সবন্দি কপিল দেব এবং সচিন তেন্ডুলকর। আগে ৫ তারিখ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন সচিন। ১৯ তারিখ আবারও পৌঁছিয়ে গেলেন আহমেদাবাদে। সচিন জানিয়েছেন, সবাই এই দিনটার অপেক্ষাতেই ছিল। এক দশক পর ফের বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া (India vs Australia)। বিশ্বকাপ ঘরে আনতে মরিয়া এখন Indian Cricket Team। এবার প্রথম থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত একটি ম্যাচেও হার হয়নি ভারতীয় দলের। তাই সবার আশা এবার ফাইনালেও জয় হবে টিম ইন্ডিয়ার এবং ভারতের ঘরেই আসবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপ কি ভারতের ঘরেই আসবে? অপেক্ষার প্রহর গুনছে গোটা দেশের মানুষ। টিম ইন্ডিয়ার জয় কামনায় গোটা দেশ। বিস্তারিত জানতে Watch Bengali Video.