পেট দিয়ে আঁকিবুকি! রং-তুলির টানে ফুটে উঠল সামির মুখ!
1121 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনগোটা বিশ্বজুড়ে ক্রিকেট বিশ্বকাপ কাঁপানো ভারতের অন্যতম বোলার মোহাম্মদ সামির ছবি পেট দিয়ে এঁকে এক অনন্য নজির গড়ল নদিয়ার চাপড়ার অঙ্কন শিল্পী তুহিন মন্ডল। আজ বহু প্রতীক্ষিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (Mohammed Shami Painting)। যেখানে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতাই মাঠে নামবে যদিও গোটা ভারতবাসীর স্বপ্নের জালে শুধুই জয়। ঠিক তেমনি নদিয়ার চাপড়ার অংকন শিল্পী তুহিন মন্ডল তার পেট দিয়ে এঁকে একে ফেললেন জয়ের গুরু দায়িত্ব সামলানোর মোহাম্মদ শামির ছবি। ভারতের ১৩৫ কোটি মানুষের স্বপ্নের জালে শুধুই বিশ্বকাপ জয়। যার নেপথ্যে অন্যতম নাম শামী। আর সেই ছবি একে অনন্য নজির গরলো শিল্পী তুহিন। ভাবছেন এ আর নতুন কি এমন। অঙ্কন শিল্পীরা তাদের হাতের ছোঁয়ায় অসাধারণ করে তোলেন, এতো খুব স্বাভাবিক ব্যাপার। watch the bengali video.