তুমি গুজরাতি বলতে পারো? বুমরাকে প্রশ্ন নরেন্দ্র মোদীর
1343 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর প্লেয়ারদের সঙ্গে দেখা করে সান্তনা দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বকাপ ফাইনালের পর গ্রিনরুমে প্লেয়ারদের সঙ্গে দেখা করতে যান নমো। সেই ভিডিয়ো এখন তুমুল ভাইরাল (Narendra Modi Meets Jasprit Bumrah)। প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন এবং জানান, তাঁরা পুরো বিশ্বকাপ জুড়ে দারুন খেলেছে। প্রত্যেকের সঙ্গে ঘরের মানুষের মতোই কথা বললেন প্রধানমন্ত্রী। কিন্তু বুমরাকে প্রশ্ন... গুজরাতি বলতে পারো? উত্তরে যেই না বুমরা বললেন অল্প অল্প, অমনি চওড়া হাসি নমোর মুখে। আসুন দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবর থেকে খেলা, বিনোদন সহ আরও বিভিন্ন খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। watch the bengali video.