টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে নমো, জড়িয়ে ধরলেন সামিকে
1236 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনটিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জড়িয়ে ধরলেন সামিকে। ফাইনালে উঠেও জেতা হল না টিম ইন্ডিয়ার। হারের পরেই ভেঙে পড়তে দেখা গিয়েছে বিরাট, রোহিত, সামিদের। একদিকে বিরাটকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে অনুষ্কাকে। অন্যদিকে, সামিকে জড়িয়ে ধরে সান্ত্বনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিজেই পোস্ট করেছেন সামি। পোস্ট করে সামি লিখেছেন, গতকাল অর্থাৎ রবিবার দিনটা আমাদের ছিল না। ভারতীয় দলের সমস্ত সমর্থককে আমি ধন্যবাদ জানাই টুর্নামেন্টের প্রথম থেকে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমাদের ড্রেসিংরুমে এসে উৎসাহ এবং উদ্দিপনা বাড়ানোর জন্য। আমরা আবার ফিরব।' রবিবার গোটা দেশের নজর ছিল বিশ্বকাপ ফাইনালের দিকেই। প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সময় যত গড়িয়েছে তত চড়েছে উত্তেজনার পারদ। প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রান করে ভারত। অন্যদিকে, ২৪১ রান করে আরও একবার বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার।