মেয়ে কোলে মুম্বই ফিরলেন হিটম্যান রোহিত
1230 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনমেয়ে কোলে মুম্বই ফিরলেন হিটম্যান রোহিত শর্মা। রবিবার স্বপ্নভঙ্গের যন্ত্রণা স্পষ্ট ছিল রোহিত শর্মার চোখে মুখে। আনবিটেন হয়ে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেও স্বপ্নের সেই মুহূর্ত অধরাই থেকে যায়। কিন্তু কথায় বলে না, স্পোর্টসম্যান স্পিরিট! অতীতের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের উদ্দেশে এগিয়ে যাওয়ায় যে ধর্ম। আর সেই সফরে সঙ্গী আদরের মেয়ে আর স্ত্রী। তবে আজ আর চালকের আসনে নয়। মেয়ের পাশেই গিয়ে বসলেন রোহিত শর্মা। ফাইনালে না জিতলেও, সারা দেশের ভালোবাসা পেয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁকে অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় অধিনায়ক বলে ধরা হচ্ছে। বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড থাকতে আপনাদের চোখ রাখতে হবে এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.