Sachin Tendulkar : আশা তাইকে গাড়িতে উঠিয়ে এয়ারপোর্ট ছাড়লেন সচিন
1170 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনমঙ্গেশকর সিস্টার্সের ক্রিকেটপ্রীতির কথা কে না জানেন? সচিন তেন্ডুলকরের কোনও খেলা কখনও মিস করেননি লতা মঙ্গেশকর। দিদির মতোই আশা ভোঁসলেও ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখতে পৌঁছে গেছিলেন। কিন্তু আরও একটা রূপকথা তৈরি হল কই! রাতে যখন মুম্বইয়ে ফিরলেন ৯০-এর আশা। সর্বক্ষণ সঙ্গে থাকলেন সচিন তেন্ডুলকর। আদরের আশা তাইকে গাড়িতে উঠিয়ে তবে নিজে বেরোলেন। মুহূর্ত ফ্রেমবন্দি থাকল আমাদের ক্যামেরায়। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের দিন স্টেডিয়ামে বলিউডের তারকাদের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছিল আশা ভোঁসলেকে। টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে গ্যালারিতে আশা ভোঁসলে হাজির হয়েছিলেন। বিনোদন দুনিয়ার হোক বা গানের জগতের ক্রিকেটের প্রতি আগ্রহ থাকে তা আর বলার অপেক্ষা রাখে না। এত বয়সে এসে উপনীত হলেও আশা ভোঁসলেকে এদিন গ্য়ালারিতে উন্মাদনার সঙ্গে হাজির থাকতে দেখা দিয়েছিল। এই মুহূর্ত সবার মন জয় করে নিয়েছে।