World Cup Final : বিশ্বকাপ হাতছাড়া... সপরিবারে মুম্বই ফিরলেন শাহরুখ
1122 views
sports এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনগতকাল বিশ্বকাপ ২০২৩’এর মেগা ফাইনালে (World Cup 2023) মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ভারতীয় দল এই বিশ্বকাপে স্বপ্নের ছন্দ দেখালেও ফাইনাল ম্যাচটি হলো হাতছাড়াবিশ্বকাপ হাতছাড়া, সপরিবারে মুম্বই ফিরলেন শাহরুখ। আনবিটেন চ্যাম্পিয়ান হওয়ার হাতছানি ছিল। কিন্তু সব আশা সবরমতীতে ভেসে গেল। ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। সপরিবারের অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পৌঁছে গেছিলেন কিং খান। কিন্তু শেষটা রূপকথার মতো হল কই! তাই প্রায় মাঝরাতে যখন মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে খান পরিবার এলো। তখন সবার মধ্যে যেন ক্লান্তি স্পষ্ট। শাহরুখ খানকে ঢেকে রাখলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। কালো কাচের বুলেটপ্রুফ গাড়িতে বেরিয়ে গেলেন । বোন সুহানা আর ভাই আব্রামকে নিয়ে এয়ারপোর্ট ছাড়লেন আরিয়ান। মুহূর্ত লেন্সবন্দি থাকল আমাদের ক্যামেরায়।