মা আইসিইউতে! শুধু কথা রাখতেই খুঁটি পুজোয় শ্বেতা
1232 views
24 pargana এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনমধ্য়মগ্রামে কালীপুজোর খুঁটিপুজোয় বিশেষ অতিথি হিসেবে দেখা গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় নাম হল শ্বেতা ভট্টাচার্য। গত বছর প্রজাপতি সিনেমাতে দেবের বিপরীতে অভিনয় করে বড় পর্দাতেও জনপ্রিয় হয়ে উঠেছেন (Sweta Bhattacharya in Khunti Puja)। এবারে খুঁটিপুজোয় দেখা গেল তাঁকে। মধ্যমগ্রামের অন্যতম বিখ্যাত ইয়ং রিক্রিয়েশন ক্লাবের পুজো। ইয়ং রিক্রিয়েশন ক্লাবের পুজো এবার ৩৬ বছরে পদার্পণ করছে। ক্লাবের এবারের থিম সাক্ষী যখন ইতিহাস, সৃষ্টি তখন বর্তমান। অভিনেত্রীর মা আইসিইউতে ভরতি রয়েছেন। কথা রাখতেই খুঁটি পুজোয় এলেন শ্বেতা। বিস্তারিত জানুন ভিডিয়োতে। Watch The Bengali Video.