বিধায়ক তথা অর্জুনপুত্রের নামে ভুয়ো প্রোফাইল! টাকার দাবি!
1105 views
24 pargana এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনবিধায়কের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ উঠল। জানা যায় চলতি মাসের ১২ তারিখ ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং নিজের ফেসবুক প্রোফাইলে তার নামে খোলা একটি ফেক ফেসবুক একাউন্টের ছবি পোস্ট করেন। পরিষ্কারভাবে ফেক অ্যাকাউন্ট থেকে মানুষের কাছ থেকে টাকা চাওয়ার ছবি দেখা গেছে। গোটা ঘটনাটি বিধায়ক পবন সিং এর নজরে আসার পরেই ১৩ই সেপ্টেম্বর জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি (Fake Profile In Name of Pawan Singh)। যদিও তিনি বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকলেও তার অনুগামীরা গোটা ভাটপাড়া অঞ্চল জুড়ে সকলকে সাবধান থাকার প্রচার করেছেন বলে খবর মিলেছে। বিস্তারিত জানুন ভিডিয়োতে। Watch The Bengali Video.