Joynagar TMC Leader : এ প্রান্তে আইসি! ও প্রান্তে খোদ বিচারপতি!
1140 views
24 pargana এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনদোলুয়াখাকিতে যাওয়ার পথে আটকে দেওয়া হল অম্বিকেশ মহাপাত্র সহ কয়েকজনকে এই ঘটনাকে কেন্দ্র করে আধিকারিকদের সাথে বচসা বাধে আমরা আক্রান্ত সদস্যদের। তারা বিষয়টি নিয়ে বিচারপতি গাঙ্গুলিকে ফোন করলে তিনি উপস্থিত পুলিশ অফিসারের সাথে কথা বলতে চান। সাথে কথা বলতে চান যদিও উপস্থিত পুলিশ আধিকারিক জয়নগর থানার আইসি পার্থ সারথি পাল তার সাথে ফোনে কথা বলেন নি। বিষয়টি লিখিত আকারে জেলার পুলিশ সুপারের কাছে জানানোর নির্দেশ দেন। প্রয়োজনে তিনি কথা বলবেন পুলিশ সুপারের সাথে। এইভাবে আটকানো যায় না বলে জানান তিনি। প্রায় আড়াই ঘন্টা পর মনসাতলা এলাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দুষ্কৃতকারীদের হামলায় বিপর্যস্ত দোলুয়াখাকি৷ সেখানকার সবকিছু সরেজমিনে খতিয়ে দেখে, স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তা লিখিত আকারে জাতীয় মানবাধিকার কমিশনকে তারা জানাতেন। এই কারণেই তাদের গ্রামে আসা৷ কিন্তু মনসাতলায় তাদের আটকে দেয় পুলিশ। গ্রামের বাসিন্দা ছাড়া আর কাউকেই যেতে দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে একাধিকবার বাম প্রতিনিধি দল ও নওশাদ সিদ্দিকে আটকায় পুলিশ।