ছুটে আসছে ট্রেন! প্রাণ হাতে রেল ব্রিজে যাতায়াত
1146 views
bankura এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনসেতুর ওপর দিয়ে বয়ে যাচ্ছে জল। বাঁকুড়ার ভাদুল এলাকায় বর্ষায় জল বাড়ায় ভাসছে সেতু। আর তাই রেল ব্রিজ দিয়ে ঝুঁকির যাতায়াত চলছে। রেলের সেতু দিয়েই ঝুঁকির যাতায়াত গ্রামবাসীদের। - দ্বারকেশ্বর নদীর ভাদুল-সুরপানগর রেল ব্রিজের ছবি। পেটের টানে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। ছুটে আসছে ট্রেন আর তার মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার নিত্যদিন। গ্রামবাসীরা কী জানাচ্ছেন এই বিষয়ে? আসুন জেনে নেওয়া যাক (Bhadul Rail Bridge Crossing)। দেশ হোক বা বিদেশ, রাজ্য হোক বা জেলার খবর, সব রকম খবরে নিজেদের সর্বদা আপডেটেড রাখতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.