লোকসভায় প্রার্থী সায়ন্তিকা?
1110 views
bankura এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনসাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আমি বা অন্য কেউ যেই দলের প্রার্থী হোক না কেন বাঁকুড়ার দু'টি আসনে আমরাই জিতছি। এদিন সায়ন্তিকা আরও বলেন, যেকোন লড়াইতে আমি বাঁকুড়াতে ছিলাম, আছি। পঞ্চায়েত থেকে পৌরসভা সব কটি নির্বাচনেও যেমন ছিলাম তেমনি লোকসভাতেও তিনি থাকছেন বলে জানান। এদিন শাসক দলের পক্ষ থেকে বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই সাংগঠনিক জেলার সভাপতিদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে শহরের হিন্দু স্কুল মাঠ থেকে জেলা পরিষদ অডিটোরিয়াম পর্যন্ত মিছিলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও পথ হাঁটেন জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়ক অরুপ চক্রবর্ত্তী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জী, বিধায়ক অলোক মুখার্জী, হরকালী প্রতিহার, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল প্রমুখ।