৬০০ বছরের প্রচীন পুজোয় চতুর্ভূজা রূপে পূজিতা দুর্গা
1298 views
bolpur এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনবীরভূমের মাড়গ্রামের মজুমদার বাড়ি। এখানে দেবী দুর্গা দশভূজা নন চতুর্ভূজা রূপে পূজিত হন। মায়ের এক হাতে থাকে সাপ আর বাকি তিন হাতে থাকে অস্ত্র। অনুমানিক ৬০০ বছর আগে স্বপ্নাদেশ পেয়েই এই পুজোর শুরু হয়। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিন দিনই এখানে মায়ের ভোগে থাকে মোচা। অর্থিক অনটনের কারণে বর্তমানে মজুমদার বাড়ির পুজো বারোয়ারি পুজো পরিণত হয়েছে। তবে পুরোনে রীতি মনেই আজও চলে আসছে এই পুজো (Majumdar bari Durga Puja)। আর কী কী বিশেষত্ব রয়েছে এখানকার পুজোয়? সীমান্ত মজুমদার সবিস্তর জানালেন আমাদের। দেখে নেওয়া যাক ভিডিয়ো। দুর্গা পুজো সংক্রান্ত যাবতীয় বিভিন্ন স্বাদের ভিডিয়ো পেতে আপনাদের নজর থাকুক এই সময়দ ডিজিটালে। Watch The Bengali Video.