Bidyut Chakraborty : বিদ্য়ুতের বাসভবনে পুলিশ!
1072 views
bolpur এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনবিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশ। প্রাক্তন উপাচার্যের বাড়িতে এই মুহূর্তে ওসি-সহ চার পুলিশ। এর আগে শান্তিনিকেতন থানার পুলিশ একাধিকবার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ-সহ একাধিক মামলায় নোটিস দিয়েছিল। সূত্রের খবর, আজ বিদ্যুৎ চক্রবর্তীকে একাধিক মামলায় শান্তিনিকেতন থানার পুলিশের জিজ্ঞাসাবাদ করতে পারে। যদিও এ নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি পুলিশ আধিকারিকরা। প্রাক্তন উপাচার্যের বাসভবন পূর্বিতায় এই মুহূর্তে শান্তিনিকেতন থানার ওসি-সহ চার সদস্যের একটি টিম রয়েছে। মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পরও এই পূর্বিতাতেই রয়েছেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্য থাকাকালীন বিদ্যুৎ চক্রবর্তী একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। সেটি তাঁর একাধিক মন্তব্য ঘিরে হোক কিংবা সিদ্ধান্ত। বারবার রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই আবহে নবতম সংযোজন বিশ্বভারতীর ফলক বিতর্ক। তাতে কবিগুরুর নাম না থাকায় একাধিক মহল সমালোচনায় সোচ্চার হন। উপাচার্যের মেয়াদ শেষ হতেই আইনি জটিলতায় ফাঁসলেন বিদ্যুৎ চক্রবর্তী।