ছটি মাইয়াকি জয়! ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়
1085 views
haldia এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনজেলার বিভিন্ন ঘাটে ঘাটে চলে ছট পুজোর আচার অনুষ্ঠান। রবিবার বিকেল থেকে শিল্প শহর হলদিয়া ও তমলুকে ছট পুজোর অনুষ্ঠানে মানুষের ভিড় জমে। রবিবারের পাশাপাশি সোমবার ভোরে কোলাঘাটের রূপনারায়ণ নদীর পাড়ে চলছে ছট পুজো। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নদীর পাড়ে প্রতি বছরের মতন এই বছরও চলছে অবাঙালিদের ছট পুজো। শুধু জেলা নয় পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া থেকেও অবাঙালিরা ভিড় জমাচ্ছে কোলাঘাটের কাঠ চড়া রূপনারায়ণ নদীর পাড়ে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যার পুলিশ। সব মিলিয়ে ছট পুজোয় কাতারে কাতারে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে কোলাঘাটের রূপনারায় নদীর পাড়ে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নদীর পারে প্রতি বছরের মতন এই বছরও চলছে অবাঙালিদের ছট পুজো। শুধু জেলা নয় পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া থেকেও অবাঙালিরা ভিড় জমাচ্ছে কোলাঘাটের কাঠ চড়া রূপনারায়ণ নদীর পাড়ে।