দিঘার মোহনায় প্রায় সময় বড় বিশালাকার মাছ ওঠার খবর শিরোনামে আসে। মৎস্যজীবীদের জালে ধরা পড়ল প্রায় ১১০ কেজির কই ভোলা। দিঘার মোহনায় বিশালাকার কই ভোলা। এই মাছটির নিলামে বিশাল দাম ওঠে। নিলামে মাছটির দাম ২৫ হাজার টাকা উঠেছে বলেই জানা গিয়েছে (Giant Size Koi Bhola)। বিদেশে রপ্তানি করা হবে এই মাছটি। মাছটিকে দেখতে ভিড় জমান অনেকেই। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিয়ো (Giant Size Koi Bhola News)। দেশ থেকে বিদেশের বিনোদন, খেলা ও রাজনীতি নিয়ে বিস্তারিত খবর সবার আগে দেখতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.
haldia|Produced byপৌলমী নাথ|TimesXP EisamayUpdated: 3 Oct 2023, 1:50 pm