অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল কুড়মি (Kurmi People) সামাজিক সংগঠনের বিরুদ্ধে। ঝাড়গ্রাম (Jhargram) শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলী আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনী এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে বিক্ষোভ দেখাতে থাকে কুড়মি সামাজিক সংগঠনের মানুষজনেরা।
jhargram|Curated byপৌলমী নাথ|TimesXP EisamayUpdated: 27 May 2023, 11:22 am