ডেঙ্গি আতঙ্কে গোটা রাজ্য। রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছে অনেকের। ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা অনেক। এবারে তাই মশারির ভেতরে মণ্ডপসজ্জা। বেহালার মিত্র সংঘ ক্লাবের এবারের প্যান্ডেল এই ভাবনায় গড়ে উঠেছে। ডেঙ্গি-মরসুমে অভিনব বার্তা দেব এই মণ্ডপসজ্জা। ক্লাব কর্তা অমিত সাহা এই থিম নিয়ে আরও বিষদে বললেন। শিল্পী তাপসী চক্রবর্তী কী জানালেন এই বিষয়ে? আসুন জেনে নেওয়া যাক (Behala Mitra Sangha Club Theme)। দুর্গাপুজো সংক্রান্ত সমস্ত খবরে নিজেদের আপডেটেড রাখতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.