রাতের অন্ধকারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি!
1433 views
midnapore এর ভিডিয়ো সাবস্ক্রাইব করুনকয়েক দিন ধরেই টানা চলছে বৃষ্টি। আর এই টানা বৃষ্টির জেরেই ভেঙে পড়ল তিনতলা মাটির বাড়ি। সোমবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার শ্যামগঞ্জ গ্রামে। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। বাড়ির সদস্যরা বাইরে বেরিয়ে আসতে পারলেও সর্বস্ব রয়ে গিয়েছে বাড়ির মধ্যেই। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, আবেদন জানিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি (Three Storeyed Building Collapsed)। এমন ঘটনা এর আগেও দেখা গিয়েছে বহুবার। রাজ্যের একাধিক জায়গায় বাড়ি ভেঙে যাওয়ার ঘটনা সামনে এসেছে। অতিবৃষ্টির জন্য ও আবহাওয়ার অবস্থার জন্য বাড়ি ভেঙে যাওয়ার ঘটনা সামনে এসেছে। বিস্তারিত জেনে নিন ভিডিয়োতে। দেশ থেকে বিদেশের নানান খবরে সবার আগে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই অসময় ডিজিটালে। Watch The Bengali Video,
midnapore|Produced byমনোজিৎ বিশ্বাস|Edited byসুদীপ্ত দাস|TimesXP EisamayUpdated: 16 Oct 2023, 8:41 am